সোনার তরী যাবে অচিন পুর উজান স্রোতে চলেনা কেমনে যাবে অচিন পুরে প্রাণ যে আমার মানে না। এক তো তরী নরবর পাল খানি ও ছেড়া সেচতে সেচতে বৈঠা ধরি কপাল আমার পোড়া। অচিন পুর আর কত দূর বলতে পার কেউ নদীর ঢেউ তো বড় নহে মনে ঝড়ের ঢেউ। তবু আমি তাল ছাড়িনা বেতাল মাতাল মনে পাবো খুঁজে কোনো একদিন আমার এ ভূবনে।রচনাকাল : ২৪/৮/২০১৯