কিশলয়

বাংলার ই-পত্রিকা


মোদের গরব, মোদের আশা,
আ মরি বাংলা ভাষা !

৩য় বর্ষ ১০ম সংখ্যা (৩৪)

মার্চ , ২০১৪
সম্পাদকীয়

ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে কিশলয়ের আট বছর পূর্ণ হল। বাংলাকে ভালোবেসে একটা স্বপ্নের বাস্তবের রূপান্তর আর তাকে সফল করতে নতুন নতুন চিন্তাধারা একত্রিত হয়েছে। শত ব্যস্ততার মাঝেও নতুন লেখক লেখিকারা তাদের প্রতিভা তুলে ধরেছে কিশলয় পত্রিকার সংখ্যা গুলিতে। তাদের সকলকে জানাই ধন্যবাদ।

বাংলা ভাষাকে দূর দূরান্তে সকল বাঙালীর কাছে পৌছে দেওয়া, সাথে নবীনদের চিন্তাধারাকে সবার কাছে তুলে ধরা- এটাই ছিল কিশলয়ের লক্ষ! বিকশিত হোক বাংলা সাহিত্য। প্রবীন বাংলা সাহিত্য সম্ভার আমাদের গর্ব, আর নবীনরাইতো তার ভবিষৎ। দেশী-প্রবাসী সকলকে সাথী করে কিশলয়ের পথ চলা। বাংলা ভাষার ঐতিহ্য আমাদের গর্ব। নতুন লেখনী আমাদের সম্পদ। আর আপনাদের ভালোবাসা আমাদের চলার পথের পাথেয়। আপনারা খুশি হলে আনন্দ পাব, জানব আমাদের প্রয়াস সার্থক। “সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।” জয় হোক বাংলার। জয় হোক বাঙালীর।

মার্চ (২০১৪) মাসের সংখ্যাটিকে সমৃদ্ধ করেছেন -


পূর্ব সংকলন

 

 

অতিথি সংখ্যা : ১০৭১৮০৪৫
fingerprintLogin account_circleSignup