ঘুম ঘুম চোখে সজাগ থেকে
কেন এই মায়াবী স্বপ্ন দেখার আভ্যেস?
বাস্তবের বাস্তবতায়
সব জায়গায় আমি বেশ সচেতন
যুক্তি - তর্ক - বুদ্ধি দিয়ে বিচার করে
যত্নভরে পা ফেলি
ভিড় হারালেই
একলা আমি সেই স্বপ্নেই জেগে উঠি।।
প্রেমের টান নাকি যৌনতার আকর্ষণ
শরীর মনের আলাদা ভাষা
কে জানে…
কিভাবে শেষে সব এক হয়ে মিশে যায়?
ভালবাসার অনুভূতিকে
নিজের স্বত্বাকে – প্রকৃতিকে খুঁজতে
যখন ডুব দিই
মাথা – মনের গহন তলে
ক্লান্ত হয়ে ফিরে আসি
হাতড়ে হাতড়ে বিফল আমি ফিরে আসি
কাল্পনিক এই বাস্তবতায়।।
আবার আমি যেমন চলে তেমনি চালাই
অমন করে বারবার নিজেকে লণ্ডভণ্ড করতে
বড় কষ্ট হয়
তবুও পুরানো গবেষণা ফিকে হয়ে এলে
এ গরু খোঁজা ঠিক একই তালে চলে।।
রচনাকাল : ১১/১২/২০১৩
© কিশলয় এবং সুেখনদু মল্িলক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।