একদিন তুমি নিজেই হারিয়ে যাবে মহাকালের স্রোতে । ভুলে যাবে হাজারো পাতার আড়ালের চাঁদ , টুপ টুপ শব্দে যে পদ্ম ফুটেছিল তোমার হাসিতে, তোমার কথার এক একটি ছোঁবলে... মিশে যাবে মহাকাশে অবলীলায় । সেদিন আমি আসবো মেঘ কিংবা খসে পরা তারা হয়ে , পৃথিবীর বুকে ভালোবাসার ঘ্রান বিলোবো । পাহাড়ের চূড়ায় ঝুলন্ত চারা গাছটি... এক নিমেষে বড় হয়ে ভেঙে পড়বে । তোমার শিয়রে মাথা রাখবো অনন্তকালের জন্যে । স্বপ্ন দেখব নদীর স্রোতে ভেসে যেতে যেতে ।রচনাকাল : ১২/২/২০১৪