কালোর মাঝে ছিল আলো ঝলমল ঠোঁটের কোণে লেগেছিল হাসি সেদিন ও বৃষ্টি বলেছিল মেঘকে “আমি যে শুধু তোমায় ভালোবাসি” সবটাই ছিল যে প্রকৃতির ছল অপেক্ষায় ছিল কত হায়নার দল লাগিয়ে রক্তের দাগ মেঘের গায়ে বৃষ্টি দিলো হাঁটা উল্টো পায়ে মেঘের চোখে আজও আশার শিখা তাই স্তব্দ হয়েছে আজ মেঘের দৃষ্টি চেনা পথে আবার আসবে কি ফিরে মেঘের পরিচিত পুরানো সেই বৃষ্টি ?রচনাকাল : ২২/১১/২০১৩