একটু আগে,
তার চারপাশে কত ভীড় ছিল
বলা কথার বহু শ্রোতা ছিল
তার কাজ গুলো খুব দামি ছিল
রেগে গেলে সান্ত্বনা ছিল
কান্নার মোছা রুমাল ছিল
রাত জাগা গরম ভাত ছিল
কারন তার কাছে অনেক টাকা ছিল।
আজ তার,
রাত আছে কোন ভোর নেই
কান্নার কোন তাল নেই
রেগে গেলে কি ছেঁড়া গেল ভাই
সে আজ,
একা আঁধার ঘেরা ময়দানে
মাথার ওপরে হ্যালোজেন গনগনে
সে টার্গেট কত বন্দুকের
যার পেছনে চেনা মুখ বন্ধুদের।
এতো ঘ্যানঘ্যান কেন করছি ছাই
তার বহু দোষ কোন ক্ষমা নাই
সে বলেছিল আমি বাঁচতে চাই।
রচনাকাল : ১৮/৬/২০১৩
© কিশলয় এবং তন্ময় বিশ্বাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।