নীল আকাশে ছোট্টো একটা লাল ঘুড়ি
ঝিলিক দেওয়া রোদ উঁকি মাড়ে সাদা মেঘের অলিগলি ,
বাতাসে বৃষ্টির সোঁদা গন্ধ
জানিনা কবে আবার আসবে বাসন্ত ।
ণীল রঙে মিশে গেছে লাল
সেই লালে প্রকৃতি আজ হয়েছে মাতাল ,
শিউলি-ছাতিম আজ হয়ে গেছে চুপ
রাধাকৃষ্ণের চূড়ায় আজ ফুটেছে নতুন রূপ ।
আম বাগানে কিশোরদের আনাগোনা
আম কোড়াতে আজ নেইকো তাদের কোণো মানা ,
শান্ত দীঘির জল , উত্তপ্ত কৃষকের হাল
রাখাল গরু একলা জাবর কাটে গোয়ালে আজ ।
সন্ধ্যা হলেই ভেকের দল বারির তারে করে ক্রন্দন
চতুর্দিকে শঙ্খ ধ্বনি সন্ধ্যাকে করে নিমন্ত্রণ ,
জোনাকির গুঞ্জন সন্ধ্যাকে করে আলিঙ্গন
সাঁঝবাতি তার জ্বলন্ত শীখায় করে অন্ধকার উন্মোচন ।
ফালি হওয়া চাঁদ উঁকিঝুঁকি দেয়
স্নিগ্ধ বাতাস আম্র মুকুল দোলায় ,
শেষ বৈশাখে আজ তপ্ত এ ধরণী কোণায়
ফিকে হওয়া রাত নিঃশেষ সাঁঝ শীখায় শান্তি বিলায় ।
রচনাকাল : ৪/৬/২০১৩
© কিশলয় এবং sonali das কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।