• ৩য় বর্ষ ২য় সংখ্যা (২৬)

    ২০১৩ , জুলাই



সমঝোতা
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : নির্জন দ্বীপ
দেশ : Bangladesh , শহর : Dhaka

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১১ , সেপ্টেম্বর
প্রকাশিত ১৯ টি লেখনী ৪৪ টি দেশ ব্যাপী ৩৫০৫৫ জন পড়েছেন।
সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম

মন খারাপ,তবুও মনের মধ্যে উত্তেজনা,

প্রথম দিন স্কুলে যাওয়া বলে কথা

তাও আবার হাই স্কুলে।

নীল রংয়ের ইংলিশ প্যান্টের সাথে

প্রিন্টের হাফ শার্ট ছিল গায়ে।

স্কুলে যাওয়া,বিকেল হলেই খেলাধুলা,পড়াশুনা

আর ঘুমের বাইরে কিছু ভাবার মত

বুদ্ধির বিকাশ ঘটেনি তখনও।

মন খারাপ হত খেলায় হারলে

আর ভয় পেতাম পড়া না হলে।

ভালোইতো চলছিল সবকিছু,

হঠাৎ বৃষ্টির মত সামনে এসে

রূপের বৃষ্টিতে ভেজাল সে আমার মন।

পড়াশুনা,খেলাধুলার বাইরেও

তৈরি হল ভাবনার আলাদা জগৎ,

যেই জগৎ মুখরিত ছিল তার বিচরনে,

সাথে বাড়ছিল তার জামার মাপও।

অদ্ভুদ প্রেমাতালে আবেশিত আমি

অথচ প্রেম ব্যাপারটায় বুঝতামনা ঠিক,

আজ বুঝি,প্রেমের আগমন প্রকৃতিগত ।।

 

 

ইংলিশ প্যান্ট পড়া খোকাবাবু কি প্রেমিক হয়?

তাইতো ছেড়ে দিলাম খোকাবাবুর বেশ,

কিন্তু ফুলপ্যান্ট পড়া ফুলবাবু হয়ে

যখন গেলাম তার কাছে,

তখন সে স্কুলের সামনের

কৃঞ্চচূড়ার গাছটার নিচে বসে

আরেক জনের কাঁধে মাথা রেখে

স্বপ্ন বুনে চলেছে আপনমনে।

তার সেই স্বপ্নপুরুষ ছিলামনা আমি।

গতানুগতিক বিরহের গান গাইনি কখনও

কিন্তু মনের প্রেমানুভূতিটা হারিয়ে ফেলেছিলাম।

সেজন্যই হয়ত অন্যদের আগমনি আহ্বান

মনটাকে নাড়া দিতে পারেনি কখনও ।।

 

জীবনের এতগুলো বছর পরে

তোমার ভালবাসার সোনার কাঠির স্পর্শে

নিজের অজান্তেই খুলে গেছে মনের বন্ধ দুয়ার।

ভাবনার সবটুকু জুড়েই তোমার পদচারনা,

অনুভূতির পুরোটায় তোমাতে মগ্ন।

তোমাকে নিজের মত করে পাবার স্বপ্নে বিভোর আমি,

ভূলে গিয়েছিলাম তোমার এত বছরের জাপিত জীবন।

আমিহীন যে জীবন ছিল একান্তই তোমার মতন।

চাওয়া পাওয়ার টানাপোড়েনে বাক্সবন্দি আমার স্বপ্ন

নিজের অভ্যাসগত জীবনযাপনে আপোষহীন তুমি

হৃদয়ের অপরিহার্য অংশকে

হৃদয়ের পাশে রাখার অত্যাবশ্যকতায়

বাক্সবন্দি স্বপ্নকে দিলাম জলাঞ্জলি,

তোমার সাথে করে ফেললাম,

হস্তক্ষেপহীন ব্যক্তিস্বাধীনতার শর্তে

দুই জীবন সাথে থাকার সমঝোতা ।।

 

সালহেদ দীপু

২০/১২/২০১২

মাঝরাত
রচনাকাল : ২৯/৬/২০১৩
© কিশলয় এবং নির্জন দ্বীপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 12  Canada : 2  China : 68  Europe : 1  Germany : 17  Iceland : 12  India : 169  Ireland : 1  Israel : 12  Netherlands : 12  
Romania : 3  Russian Federat : 7  Russian Federation : 31  Saudi Arabia : 5  Ukraine : 21  United Kingdom : 6  United States : 349  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 12  Canada : 2  China : 68  Europe : 1  
Germany : 17  Iceland : 12  India : 169  Ireland : 1  
Israel : 12  Netherlands : 12  Romania : 3  Russian Federat : 7  
Russian Federation : 31  Saudi Arabia : 5  Ukraine : 21  United Kingdom : 6  
United States : 349  
  • ৩য় বর্ষ ২য় সংখ্যা (২৬)

    ২০১৩ , জুলাই


© কিশলয় এবং নির্জন দ্বীপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
সমঝোতা by salhed ahmed deepu is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৬২৮২১৪
fingerprintLogin account_circleSignup