ওকে একটু প্রাণ খুলে নিঃশ্বাস নিতে দাও
একটু মন ভরে আকাশটা দেখতে দাও,
ওকে মিশে যেতে দাও প্রকৃতির সাথে
আর কত অত্যাচার ও সইবে মুখ বুঝে?
হ্যাঁ তোমরা বাবা-মায়েরা কি চাও ওর কাছে?
নিজেদের অপূরণ ইচ্ছেগুলো মেটাতে চাও ওকে দিয়ে,
কিন্তু কেন?তারও তো ভাললাগা-মন্দলাগা আছে
তারও তো মন বলে কিছু থাকতে পারে।
পৃথিবীর আলো দেখার ২-৩ বছর ঘুরতে না ঘুরতেই
ওকে নামিয়ে দিয়েছো সরবনাশা যান্ত্রিক প্রতিযোগিতায়,
আগে তো একটু খাপ খাইয়ে নিতে দাও নতুন পরিবেশে
আগে তো একটু বুঝে নিতে দাও কোথায় এসেছে ও।
পিঠে ব্যাগ এর বোঝা-চোখে মোটা চশমা-গলায় জলের বোতল
ভেবে দেখতো ঠিক মতো!এটাই কি ছিল তোমাদের শৈশব?
তবে কেন ঐ নিষ্পাপ মুখগুলোতে বেদনার ছায়া?
বুঝতে পারছনা!নাকি তোমাদেরও মন হারিয়ে গেছে?
ভয় পেওনা ও তোমাদেরই সন্তান-ঠিক প্রতিষ্ঠিত করবে নিজেকে,
নিজের অজান্তে ওকে নিজের থেকে দূরে ঠেলে দিওনা
একটা অবরণনীয় সম্পরকে ভুলে বিষ ঢেলে দিওনা,
এই পৃথিবীটাকে শিশুর বাসযোগ্য করে তোলো
ওকে একটু ওর মত করেও বাঁচতে দাও।
রচনাকাল : ১৭/৪/২০১৩
© কিশলয় এবং অরিন্দম মিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।