দুশো বছরের পরাধীন দেশ,
কলঙ্কের অধ্যায় দিয়ে যার যাত্রা শুরু
মধ্যে মধ্যে বিরত্বের,
সাহসী পদক্ষেপের বিরুদ্ধে নিজেদের নির্লজ্জ স্বার্থপরতা
আর সবশেষে
আহুতি দেওয়া বলিদান আর রক্ত উপেক্ষা করে পাওয়া
খণ্ডিত স্বাধীনতার গর্বমূল্য কতখানি?
সেই ভুল সিদ্ধান্ত আর দুর্বল পদক্ষেপের পরিণতি
আজকের ভারত ।।
দূর্নিতীতে ডোবা, সংরক্ষণের ফাঁসে জড়ানো,
ভাষার অন্তরায়ে আটকানো,
বিচ্ছিন্ন শক্তির আবির্ভাবে জর্জরিত,
দারিদ্র্যের সংখ্যাধিক্যে মাথানমিত,
গরুর গাড়ি আর ব্যক্তিগত জেট্ প্লেনের
অদ্ভুত কম্বিনেশন্ এ আনন্দিত এই দেশ।
আই আই টি আর আই আই এম্ - এর পাশে
খোলা মাঠের মাস্টারহীন বিদ্যালয়
অ্যাপোলো – ফরটিস্ – ব্রিচক্যান্ডি র পাশে
ডাক্তারহীন – কুকুর চরা হাসপাতালে উন্নত
এই মহান দেশ – ভারতবর্ষ!
এখানে প্রত্যহ কৃষকের আত্যাহত্যায় শোকতপ্ত গ্রাম
কিন্তু ল্যাপ্টপ্ আর ইন্টারনেট এ ভর করে
তর্তর্ করে এগিয়ে চলে শহর
আর - সেই গতির গর্ভে বসে থাকে সব রক্তচোষার দল।
সংখ্যাবিদেরা – অর্থনীতিক্রা
দিল্লী – কোলকাতা – বোম্বাই – চেন্নাই কে
দেশ বলে ধ্বজা উড়িয়ে চলে
আর প্রত্যন্ত গ্রামে
দিন্মজুরের টাকা – লুটে খায় গণতন্ত্রের ধারকেরা।।
এভাবেই এগিয়ে চলে স্বাধীন ভারতবর্ষ
এভাবেই চলে এসেছে
এভাবেই চলে চলেছে – স্বাধীন ভারতবর্ষ।।
রচনাকাল : ১০/৮/২০১৩
© কিশলয় এবং সুেখনদু মল্িলক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।