প্রেম নয় ভালবাসা নয়
তবু বুকের ভেতর কেমন কেমন হয়
ছোট্ট ছোট্ট ভাললাগা
ধীরে ধীরে গাঢ় হতে থাকে
খুনসুটি সব সময়ের সাথে
মনে পড়তে থাকে
নিজে নিজে বিশ্লেষণ করি
দেখি এতো প্রেম নয় ভালবাসাও নয়
তবু বুকের ভেতর কেমন কেমন হয়।।
কল্পনাকে উড়তে দিই খোলামনে
দেখি কতদূর যায়
পাখনা মেলুক মুক্তাকাশে
সাজাক নিজের আকাশটাকে।
দূরে যায় – বহুদূরে
নীল দিগন্তের সীমানায় ফের নিজেকে হারায়
তড়িঘড়ি করে বাস্তব মন ঘরে ফেরে
যত্ন নিয়ে দিনকে সাজায়
হিসাব কষে পা ফেলতে চায়
তবু দেখি মনটা কেমন অবুঝ হয়
না … প্রেম নয় ভালবাসাও নয়
তবুও বুকের ভেতর কেমন কেমন হয়।।
ও মনের আমি খোঁজ নিই না
নিজেকে নিয়েই ব্যাস্ত থাকি
ভাবি – নিজেরই তো আগে দিশা ঠিক করি
একই স্বার্থপরতা … ?
তবে তাই।
কিন্তু সত্যি যদি তাইও হয়
তবেও একটা দিক তো পরিষ্কার হয়
এ টান সত্যি কোন টান
না বয়সের দোষে কোন ইনফ্যচুয়েশান … ?
ভালমন্দ সব বিচার করি
নিজের সাথে লড়াই করি
উত্তর পাই না
মনের মাঝে প্রশ্ন জেগে রয়
এ যদি প্রেম নয় ভালবাসাও নয়
তবু কেন বুকের ভেতর কেমন কেমন হয়?
রচনাকাল : ৩১/৩/২০১৪
© কিশলয় এবং সুেখনদু মল্িলক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।