খুঁজে চলেছি সেই হারানো সুর,
খুঁজে চলেছি সেই অতীত সুদূর --
কাটেনি যে আজ ও রাতের আঁধার
হয়নি যে ভালোবাসার ভোর !!
মরণের পারে তোমার ছোঁয়া
বার্তা লয়ে যায় দখিন হাওয়া ;
মন মিশে যায় তোমার পরশে
হারানো সুর তবু না গরজে !!
কত কথা কত গান রচে
তোমাকে শোনাবার তরে,
শুনতে চাওনি তুমি আজ ও
মনের কথাটি যে রইলো মনে !
পেলোনা আমার সুর তোমার পরশ
পেরিয়ে গেলো কত সুদীর্ঘ বরষ --
মরণের পারে ওগো মিলনের আশায়
হেঁটে চলেছি আজ ও মরণের নেশায়!!!
।। অরুণিমা ।।
রচনাকাল : ২৮/৭/২০১৩
© কিশলয় এবং অরুণিমা চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।