আমার নীলচে মেঘের সারি তুমি আমার চোখের মণি
সূয্যি নাওয়া ভোরে তুমি আমার পরশমণি
মন চাইছে ছুতে তোমায় আরও অনেকবার
মন চাইছে দেখতে তোমায় তুমি যে শুধুই আমার
নাম না জানা চোখের ভাষা আঁকছে কত ছবি
লালচে আভায় বলছে যে মন ওর কাছে নিয়ে যাবি ?
দেখবো ওকে দুচোখ ভরে ভুলব ব্যাথা নিজের তরে
প্রাণ ঝরণার ঝরবে ধারা ঠোটের ফাঁকে হাসি
এত কষ্ট কেন ভালবাসায় বলতে পার আমায় ?
করিনি তো ভুল আমি একচুল তবু ভুল বুঝছে সবাই
থমকে গেছে আমার সময় নিরাশায় আজ সাথি
তোমার কথায় ভাবছি আর সাথে পোহাল রাতি
ওগো ভগবান কর দয়াদান কাছে এনে দাও ওকে
ক্লান্ত জীবন ধুকছে এখন ঘুম এঁকে নিক চোখে ।
রচনাকাল : ১১/৭/২০১৩
© কিশলয় এবং অরিন্দম মিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।