থাকে মোর হৃদ-স্পন্দন নতুন ছন্দের অপেক্ষায়, রুধিরধারার চলাচলে সময় চলে যায়। বিষাদ ভরা দুপুরবেলা কাঁদে শ্রাবণরাতে, শীতের উদাসী নিয়ে রাতগুলো সব কাটে। আকাশ মাঝে তারার আলো দেখায় পথের দিশা, বিশ্বভূবন মাঝে আমি পাই যে নূতন আশা। নিখিলের আনন্দধারার ঢেউ লাগে মোর রক্তে মহাকালের নতুন ছন্দে ইচ্ছে করে বাঁচতে।রচনাকাল : ১৫/৪/২০১৩