ক্ষণিকের সুখ বুক ধুক-পুক আজ নেশায় মাতুক চরম সীমায়... শরীরের খেলা মেতেছে এইবেলা সময়ের কবলে ধরা দিয়েছে অসহায়... এই নিস্তব্ধ বাহুদ্বয়ে আবদ্ধ মৌনতা নাকি বাক-রুদ্ধ ? প্রশ্নেরা খোঁজে না উত্তর... ভেঙ্গে মায়াজ্বাল ছন্দে বেতাল নিয়মিত সকাল ব্যাস্ততার তোরজোড়... রাতের কালিমায় মিলিত বাহুদ্বয় ভুলের নির্ভয়ে রয়ে গেল আঁকা.. ভালোবাসা হয় তবু চীরস্থায়ি নয় ক্ষণিকের সুখময় এই শেষ দেখা...।।রচনাকাল : ৩/১/২০১৩