আমি তোমাকে কখনো দেখিনি...
দেখতেও চাই না,
তোমাকে দেখলেইতো আবার নতুন করে প্রেম জেগে উঠবে..
আমি প্রেমে পড়তে চাই না...
চাই না নিজেকে প্রতিটি নিঃশ্বাসে হত্যা করতে....
আর যদি তোমাকে না দেখেই .....
তবু প্রেম এসে যায়...
আমি একাকীত্বের বিষাক্ত খঞ্জরে নিজেকে আবার হত্য করবো....
আবার মৃত এই অমর আমি কে একটি জীবন্ত লাশে রূপান্তর করবো...
তবু দেখেনিও তুমি..
কখ্খনোই তোমাকে পেতে চাইবো না.....
কখ্খনোই তোমাকে বলবো না...
- “আমাকে একবার ভালবাসো....!”
কখ্খনোই আমি জানতে চাইবো না..
- “কেমন আছো তুমি?
আমাকে কি মনে পড়ে তোমার?”
তুমি দেখেনিও! ঠিক দেখেনিও!..
আমার আর তোমাকে মনে পড়বে না....
বিষন্ন রাত কিংবা উজ্বল দিনকে আপ্লুত করে..
আর তোমায় মনে পড়বে না...!
তোমার প্রতি যদি আমার ভালবাসার কোন জলছবিও প্রকাশ পায়...
তবে তুমি আমেকে ঘৃণা করো...
প্রচন্ড ঘৃণা করো....!
আমি মনে করবো .. সেটাই আমার প্রাপ্য!!
!
আর যদি কোন দিন ভুল করেও- এক মুহূর্তের জন্যও...
একবার আমায় ভালবেসে ফেলো...
তবে অন্তত একবার তুমি দেখা দিও... (এই বোকা লোকটার চোখে...)
কারণ, সে তোমাকে না দেখে মরতে চায় না!
পারছে না যেন বাঁচার মত বেঁচে খাকতেও-
তার এই অতৃপ্ত আত্মা নিয়ে...!!
!
ওহে অদৃশ্যিনী,
(একবার অন্তত দেখা দিও আমায়...
তোমার আমার পরিচয়ের.. অপূর্ণতা ঘোচাতে...)
আমি যে তোমাকে দেখার অপেক্ষায় আছি!
প্রভাত/৬/১০/২০১২ইং
রচনাকাল : ৬/১০/২০১২
© কিশলয় এবং বিরহের কবি আমি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।