সেই রাতে আমি শুধু তোমাই পেতে চাই ,
শুধু তুমি আমি আর ক্ষণিকের জন্য আমাদের হয়ে থেমে যাওয়া সময়-
এভাবেই কাটাতে চাই সেই প্রতিক্ষীত রজনী ,
হ্যাঁ-সেই রাতে আমি শুধুই তোমার হতে চাই ।
তুমি কি শিহরিত হয়ে উঠবে যখন আমি তোমার ঠোঁট স্পরশ করব ?
তুমি কি ব্যাকুল হয়ে উঠবে যখন আমি তোমার চুলে হাত বোলাব ?
নাকি শুধুই আকুল নয়নে চেয়ে রইবে আমার পানে !
আর দুই হাত বাড়িয়ে আমাকে তোমার বুকে টেনে নেবে ,
হ্যাঁ-সেই রাতে আমি শুধুই তোমার নায়ক হতে চাই ।
তুমি কি এক ছুট্টে পালানোর চেষ্টা করবে যখন আমি তোমার কোমর জড়িয়ে ধরব ?
তুমি কি আমাকে আমার মধ্যেই ধরে রাখতে চাইবে !
নাকি বাঁধন হারা ময়ূরের মতো আনন্দে নৃত্য করবে ,
হ্যাঁ-সেই রাতে আমি তোমাকে স্বপ্নের রাজকন্যে সাজাতে চাই ।
নীল পরীর জাদু কাঠির ছোঁয়ায় মায়াময় সেই মুহুরতে
মন ভোলানো কোন এক অজানা সুরের নৌকায়
দিশাহীন কোন এক মন-মাঝির সাথে
সীমাহীন সেই ভালোবাসার নদীতে-
গড়তে চাই ভালোবাসার নতুন তাজমহল ।
রচনাকাল : ১১/১২/২০১২
© কিশলয় এবং অরিন্দম মিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।