চোখ কুঁচিয়ে তাকিয়ে অসহ্য যন্ত্রণার
পুনরাবৃত্তি।
চোখ বোজালে মণের চোখ । অসহ্য বসবাস তোমার।
একটা সেরে ওঠার ওষুধ খেয়েছিলাম,
আরও আরও অনেকটা অসুস্থতা বাড়ল অতঃপর।
সুর নেই তাল নেই । ধুর ছাই ।
কয়লার ট্রেনে কয়লা ঢেলে ঠেলে নিয়ে যাওয়া স্বপ্ন,
আর তারা ধোঁয়া ছেড়েই খুশি ।
যারা বুঝবে বুঝুক ।
যারা বুঝবেনা তাদের বোঝা আর না বোঝা সমান।
আর বৃষ্টির অপেক্ষা করবো না ।
সে ভেজালে ভিজবো । নাহলে দুঃখ ভালো ।
.................................................................................
www.dolovers.com
..................................................................................
রচনাকাল : ৬/১১/২০১২
© কিশলয় এবং সাগীরুদ্দিন মণ্ডল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।