• ১০ম বর্ষ ১ম সংখ্যা (১০৯)

    ২০২০ , জুন



আস্ত ভারতবর্ষ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : ঋত্বিকা গায়েন
দেশ : India , শহর : জয়নগর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ১৬ টি লেখনী ৩২ টি দেশ ব্যাপী ১৮১৮৭ জন পড়েছেন।
Ritwika Gayen
যে শিশুটা জৈষ্ঠ রোদে স্টেশন মোড়ে দাঁড়িয়ে তালশাঁস বিক্রি করে, 
তার মধ্যে ভারতবর্ষকে খুঁজুন। 

যে শিশুটা লাল-নীল হোটেলের হলুদ বাসন ধোয় রোজ, 
তার মধ্যে ভারতবর্ষকে খুঁজুন। 

যে শিশুটা গড়িয়াহাটার মোড়ে বেলুন বিক্রি করে
এইসব অকাল সন্ধ্যেবেলাতে, 
তার মধ্যে ভারতবর্ষকে খুঁজুন। 

যে শিশুটার দশ পেরোনো কচি হাতে
গরম চায়ের কাপ এনে দেয় দোকানে, 
তার মধ্যে ভারতবর্ষকে খুঁজুন। 

যে শিশুটা লোকাল ট্রেনের ভিড়ে নিজের থেকে
 দ্বিগুন ভারি ঝুড়িতে পেয়ারা নিয়ে হেঁকে যায়, 
তার মধ্যে ভারতবর্ষকে খুঁজুন। 

..... আপনার বাড়িতে, অফিসে, রাস্তায়,ধর্মস্থানে, ধবধবে সাদা গাড়িতে, পানের দোকানে,
 গলির মোড়ে মোড়ে এদের খুঁজুন- খুঁজেই চলুন। 
খুঁজতে খুঁজতে ক্লান্ত হলে দেখবেন  
আপনার সামনে একটা আস্ত ভারতবর্ষ দাঁড়িয়ে রয়েছে। 
রচনাকাল : ১/৬/২০২০
© কিশলয় এবং ঋত্বিকা গায়েন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 32  China : 58  Czech Republic : 1  Europe : 24  France : 1  Germany : 6  India : 313  Ireland : 55  Japan : 2  Mongolia : 1  
Poland : 1  Russian Federat : 2  Saudi Arabia : 15  Ukraine : 10  United Kingdom : 13  United States : 334  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 32  China : 58  Czech Republic : 1  Europe : 24  
France : 1  Germany : 6  India : 313  Ireland : 55  
Japan : 2  Mongolia : 1  Poland : 1  Russian Federat : 2  
Saudi Arabia : 15  Ukraine : 10  United Kingdom : 13  United States : 334  
কবি পরিচিতি -
                          ঋত্বিকা গায়েন দক্ষিণ ২৪ পরগনার এক অখ্যাত গ্ৰাম ভবানীপুরে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে মাত্র সাত বছর বয়সে পরিবার সমেত মফঃস্বল শহর জয়নগরে আসেন। বর্তমানে সেখানেই থাকেন।

উনি পেশায় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষিকা।

ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্ৰহই তাঁকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। তাঁর লেখা বিভিন্ন কবিতা ও গল্প নানান পত্র পত্রিকায় ও ই- ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। লেখালেখি ছাড়াও ছবি আঁকা, আবৃত্তি ,নাটক ও নানা ধরনের বই পড়া তাঁর অত্যন্ত প্রিয়।  
                          
  • ১০ম বর্ষ ১ম সংখ্যা (১০৯)

    ২০২০ , জুন


© কিশলয় এবং ঋত্বিকা গায়েন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আস্ত ভারতবর্ষ by Ritwika Gayen is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৯৩২৮৫১
fingerprintLogin account_circleSignup