যে শিশুটা জৈষ্ঠ রোদে স্টেশন মোড়ে দাঁড়িয়ে তালশাঁস বিক্রি করে,
তার মধ্যে ভারতবর্ষকে খুঁজুন।
যে শিশুটা লাল-নীল হোটেলের হলুদ বাসন ধোয় রোজ,
তার মধ্যে ভারতবর্ষকে খুঁজুন।
যে শিশুটা গড়িয়াহাটার মোড়ে বেলুন বিক্রি করে
এইসব অকাল সন্ধ্যেবেলাতে,
তার মধ্যে ভারতবর্ষকে খুঁজুন।
যে শিশুটার দশ পেরোনো কচি হাতে
গরম চায়ের কাপ এনে দেয় দোকানে,
তার মধ্যে ভারতবর্ষকে খুঁজুন।
যে শিশুটা লোকাল ট্রেনের ভিড়ে নিজের থেকে
দ্বিগুন ভারি ঝুড়িতে পেয়ারা নিয়ে হেঁকে যায়,
তার মধ্যে ভারতবর্ষকে খুঁজুন।
..... আপনার বাড়িতে, অফিসে, রাস্তায়,ধর্মস্থানে, ধবধবে সাদা গাড়িতে, পানের দোকানে,
গলির মোড়ে মোড়ে এদের খুঁজুন- খুঁজেই চলুন।
খুঁজতে খুঁজতে ক্লান্ত হলে দেখবেন
আপনার সামনে একটা আস্ত ভারতবর্ষ দাঁড়িয়ে রয়েছে।
রচনাকাল : ১/৬/২০২০
© কিশলয় এবং ঋত্বিকা গায়েন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।