ঐ যে যারা লড়ছে দেখো করে জীবনপন রুগীর পাশে বিনীদ্র রাত চেষ্টা মরনপন। ঐ যে যারা ক্ষততে দেয় ভোরের নরম আলো তারা জেনো এক্কেবারে মায়ের মতো ভালো। ঐ যে যারা ছুরি কাঁচি হাতে নিয়ে রোজ মানুষ বাঁচায় মানুষ হাসায় নিয়ম করে রোজ। ঐ যে যারা জ্বর হলে পর মাথায় ঠান্ডা রেখা ওষুধপত্র মিলিয়ে দিয়ে আপন করে দেখা। ঐ যে যারা স্যালাইন আর ব্যান্ডেজ ঘরে বন্দি তারাই যেন বিপদ দিনে তোমার আসল সঙ্গী।।রচনাকাল : ১/৭/২০২০
ঋত্বিকা গায়েন দক্ষিণ ২৪ পরগনার এক অখ্যাত গ্ৰাম ভবানীপুরে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে মাত্র সাত বছর বয়সে পরিবার সমেত মফঃস্বল শহর জয়নগরে আসেন। বর্তমানে সেখানেই থাকেন। উনি পেশায় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষিকা। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্ৰহই তাঁকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। তাঁর লেখা বিভিন্ন কবিতা ও গল্প নানান পত্র পত্রিকায় ও ই- ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। লেখালেখি ছাড়াও ছবি আঁকা, আবৃত্তি ,নাটক ও নানা ধরনের বই পড়া তাঁর অত্যন্ত প্রিয়।