তুমি যদি আমার হতে
আর আমি তোমার
তবে গুল্মলতার মত
জড়াজড়ি করে কাটতো মোদের সারাবেলা।
তোমার স্পর্শে বিষন্ন বিকেল
হয়ে উঠতো কবিতা
আর সেই কবিতার ছন্দময় সুরে
হাজারো শব্দের ঢেউয়ের
অপূর্ব মূর্ছনায় ডুবসাতার কাটতাম দু"জনে ।
দিগন্তে হারাতো গোধূলী
নিকষ অন্ধকার গিলে নিত সবকিছু
তখন হ্যারিকেনের টিমটিম আলো
সৃষ্টি করত অপূর্ব আলো-আধারী
সেই আলো-আধারীতে আবারো নতুন করে
খোঁজে পেতাম হারিয়ে যাওয়া সেই তোমাকে ।
জোনাকির আলোর রেখা ধরে
গভীর জঙ্গলে মিলাতো সময়
আর রূপালী চাঁদের মায়াময় আবেশে
ভালবাসাবাসিতে দুজন আরো বেশী কাছাকাছি ।
সময় বয়ে চলে
পূবের আকাশে রক্তিম সূর্য
নিয়ে আসে আলোকিত সকাল
আর সেই আলোর বন্যায় ভেসে যায়
ভালবাসায় ছোঁয়ে যাওয়া স্বপ্নের অবশিষ্ট রেশ।
(৪ঠা আগষ্ট ২০১২)
-----------------------------
(তোমার জন্যে অনন্ত শুভ কামনায়,
অনাগত আগামী আলোয় ভাসুক।)
----------------------------
রচনাকাল : ২২/৮/২০১২
© কিশলয় এবং প্রজাপতি ডানা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।