• ২য় বর্ষ ৪র্থ সংখ্যা (১৬)

    ২০১২ , সেপ্টেম্বর



মন পাগল ; অবিরল ,অকারণ
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : সৌমি
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , জুলাই
প্রকাশিত ৫ টি লেখনী ৩০ টি দেশ ব্যাপী ৬২২১ জন পড়েছেন।
মন জাগে সারা রাত ; শুকনো অতিতে ; 
মন শোনে না কোনও কথা ; রয়েছে স্মৃতিতে ; 
আছে নিজের সাথে ; বেখেয়ালি রাগের তালে ;
পায় যদি খুঁজে তাকে , নিজেকে হারালে ।।

মন পাগল ; অবিরল , অকারণ ।। ।। 

রাতের তারার মাঝে মন ; ক্লান্ত চোখের পাতা ;
একলা স্বপ্ন ভয় পায় যদি , সত্যি হয় হিসেব খাতা ।
কোনও এক সকাল ; ছিলতে রোদ খামে ;
ঘুম ঘুম চোখে ; মনের পাশে , আড়মোড়া ভাঙ্গে ।। 

পায় সে যা ; তাতো সে চায়না ; 
চায় সে যা ; সেতো সে পায়না ,
স্বপ্নগুলো সবুজ হলেও , সোনালি তবু হয়না । 
হাজার রাস্তা খোঁজে ; গোলকধাঁধার মাঝে ;
স্বপ্ন থাকে সবুজ , সোনালি রঙ নেয়না ।।

মন পাগল ; অবিরল , অকারণ ।। ।। 

সবটা পাওয়ার শেষে ; মন হারায় নিরুদ্দেশে ;
চাওয়া পাওয়া সব ই , এক বিন্দুতে এসে মেশে ।
হাতের রেখা না মেনে ; দাগ বসায় মন লাল পেন এ ;
কাটাকুটির খেলায় , শূন্য পায় ঠিকটা ও জেনে ।।

পায় ; সে যা তা চায় না ;
চায় ; যা সে তো পায়না ,
স্বপ্ন সবুজ হলেও ; সোনালি তবু হয়না । 
হাজার রাস্তা খোঁজে ; গোলকধাঁধার মাঝে ;
সবুজ থাকে রঙ্গিন , সোনালি রঙ পায়না ।। 

মন পাগল ; অবিরল , অকারণ ।। ।। 

উল কাটা নিয়ে দুটো ; জট পাকায় মনের সুতো ; 
সোজা উল্টোর জালে শুধু , বাঁধা পড়ে পুরনো ক্ষত ।
না শোনে ; না সে জানে , মন নিজের কথা মানে ।
সবুজ প্রজাপতির ভুলে , মন সোনালি গুটি বোনে ।।

হয়নি ; হয়তো হয় না , সব ইচ্ছে মতন হয়না । 
রঙ্গিন সূর্য ছুঁয়ে দিয়েও , সে ডানা সোনালি হয়না ।
ভুলের রাস্তার মাঝে মন ; সেই ধাঁধা গুলোই খোঁজে ;
নীল পরীর জাদুকাঠি ছুঁয়ে , রঙ তবু বদলায় না ।।

মন পাগল ; অবিরল , অকারণ ।। ।।

মন জাগে সারা রাত ; শুকনো অতিতে ; 
মন শোনে না কোনও কথা ; রয়েছে স্মৃতিতে ;
আছে নিজের সাথে ; বেখেয়ালি রাগের তালে ;
পায় যদি খুঁজে তাকে , নিজেকে হারালে ।। 

মন পাগল ; অবিরল ,অকারণ ।। ।।
রচনাকাল : ৩০/৮/২০১২
© কিশলয় এবং সৌমি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
সমাপ্ত



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Argentina : 12  Australia : 3  Austria : 12  Bangladesh : 31  Canada : 2  China : 98  Colombia : 12  France : 3  Germany : 14  Hungary : 1  
Iceland : 31  India : 347  Israel : 21  Netherlands : 12  Norway : 31  Russian Federat : 7  Russian Federation : 12  Saudi Arabia : 17  Singapore : 12  Sweden : 12  
Ukraine : 60  United Kingdom : 2  United States : 939  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Argentina : 12  Australia : 3  Austria : 12  Bangladesh : 31  
Canada : 2  China : 98  Colombia : 12  France : 3  
Germany : 14  Hungary : 1  Iceland : 31  India : 347  
Israel : 21  Netherlands : 12  Norway : 31  Russian Federat : 7  
Russian Federation : 12  Saudi Arabia : 17  Singapore : 12  Sweden : 12  
Ukraine : 60  United Kingdom : 2  United States : 939  
  • ২য় বর্ষ ৪র্থ সংখ্যা (১৬)

    ২০১২ , সেপ্টেম্বর


© কিশলয় এবং সৌমি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মন পাগল ; অবিরল ,অকারণ by Soumi is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৪২৬৭৭৮
fingerprintLogin account_circleSignup