সে যে দিলনা ডাক আজ এই দিনে,
সে যে বললনা কথা আজ এই শুভক্ষনে।
তারে বারে বারে ডাক দিয়েও আমি পেলাম না সারা,
তারে ভালবেসেও পেলামনা সেই স্নিগ্ধ ছোঁয়া।
একি ভালবাসা? নাকি মিথ্যার বেড়া জাল ?
একি স্বপ্ন পূরণ ? নাকি মন ভাঙ্গনের আভিসান্ধি?
স্বপ্ন যে গড়ে দিল আমারে ,
তারে সেই টুকরো টুকরো করে ভাসিয়ে দিল অশ্রু জলে।
এ মায়ার বাঁধন কিভাবে মেটাবো?
এ হৃদয় যন্ত্রণা কিভাবে কাটাবো?
দাও দেখিয়ে নতুন পথ আমারে,
দাও গড়ে নতুন জীবন মোরে।
আজ ও আমি নিঃসঙ্গ শত কোটির মাঝখানে,
আজ ও আমি নিরানন্দ মহা আনন্দের এই ক্ষনে।
উৎসবে মেতেছে গোটা শহর,
আমি আজ অশ্রু জলে কাটাচ্ছি প্রহর।
রচনাকাল : ২১/৮/২০১২
© কিশলয় এবং sonali das কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।