তুমি স্বামী প্রণবানন্দ , তুমি শিব
তুমি বীর ,দুর্বলে রক্ষা করিতে উদ্গ্রীব।
তুমি মোদের সঙ্ঘ-নেতা
তুমি আচার্য , চির মুক্তি দাতা ।
তুমি এই সুন্দর জগতের ত্রাতা,
চিত্তে মম তোমার আসন পাতা ।
বিচ্ছেদ-দুঃখে ঘুরে মরি আজ বিরহ-সাগর কুলে,
শক্তি দিলে, ভক্তি দিলে, সেবা শেখালে ।
দেশ-ধর্ম-জাতি তোমার সাক্ষাৎ প্রাণ ,
তোমার কৃপায় তারা জীবন পেল দান ।
প্রাণের শঙ্কা দূর করো প্রভু ,
তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত না হই কভু ।
সুক্ষদেহে আছ তুমি এ সঙ্ঘের মাঝে ,
তোমার আদর্শের প্রতীকী প্রতিফলিত সঙ্ঘের কাজে।
জয় তব জয় হে, প্রাণের ঠাকুর ,
তব পদে মতি থাকুক, দুঃখ হোক দূর।
রচনাকাল : ২/৬/২০১২
© কিশলয় এবং ভাস্কর সাহা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।