শব্দ পড়ে টাপুর টুপুর হৃদয়ের আকাশ হতে মনের মাটিতে, সেখানেতে শব্দগুলো পায় অনুভূতি। শব্দের প্লাবনে সৃষ্টি হয় আমাদের সব কথা, প্রেমের কথা, মাঝে মাঝে দিয়ে যায় কিছু ব্যথা। শব্দের মালা গেঁথে পরাই প্রিয়তমা কে যদি তার হৃদয় মাঝারে পাওয়া যায় একটুখানি জায়গা, কতোই না সুখ সেথায় তবেই না হৃদয়ের শব্দ-বৃষ্টির সার্থকতা...রচনাকাল : ১/৮/২০১২