তুমি ই কি সেই মেঘ বালিকা দূর আকাশের কোনে..
ইচ্ছে মত inbox এ আমার মুঠো ফোন এ,
এক দুটি নযে হাজার লাইন হাজার স্রোতে বাঁধা...
ঝরে পাতা দানার মত আদিম রূপে গাঁথা..
কাগজ ফুরাএ কলম ফুরাএ ফুরে না যে মন...
মাঝ রাত্রে আপন মনে বাজে একা টেলিফোন,
অবাক শীতল চড়া স্রোতে শিকল যে ভেঙ্গে..
মুখ থুবরে থাকে প্রেমিক...
থুবরে পরে shame এ...
প্রেমিক তো... তাই বড্ড ভিতু.. সাহস নেই তার..
নিস সে.. তাও ভয় পাই সেই হারিয়ে ফেলবার..
সংকেত নেই.. সঙ্কোচ নেই প্রেম বুঝি খুব বোকা...
চুপিসারে সে কেদেই মরে... নিষ্প্রাণ আর একা...
রচনাকাল : ১৯/৭/২০১২
© কিশলয় এবং তথাগত বসু কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।