যদি কেড়েই নেবে তুমি তবে দিয়েছিলে কেন অধিকার ?
এটাই আমার প্রশ্ন আজ তোমার কাছে বারবার |
কয়েকটা দিনের আবেশ সুধু কুরে খাচছে আমাকে,
জানতে চেওনা তুমি-আমি বলতে পারবনা তোমাকে !
জানিনা কোন অপরাধে আমার সাথে প্রতিবার ?
খেলে চলেছে বিধাতা একই খেলা বারবার |
হয়তো কপাল আমার মন্দ এতে নেইকো কোন ধন্ধ,
কোথাই যে যাই জুড়তে সব দরজায় বন্ধ |
প্রশ্নের ঝড় ঝঞ্জা হানছে আঘাত কত !
নিরুত্তেরের পরিহাস শান্ত দিঘীর মত |
জানি এটাই আমার প্রাপ্য-মন্দ মানষ বলে !
হারিয়ে গেছি সীমানার নিভৃত নিরজনে |
বুকের ভেতরে শবটা-নিস্বতাই আজ সঙ্গী ,
তাই সবার মতই আমিও ভালবাসার জঙ্গি |
রচনাকাল : ২৮/৮/২০১২
© কিশলয় এবং অরিন্দম মিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।