কংক্রীট আর এই ধোঁয়ার রাজপথে
আর আনুসাঙগিক কর্মরত এই শহরের আলিতে গলিতে
স্পষ্ট আঙ্গীকারের গন্ডির আরালে জীবিকা পালন করি
সকল পণ্যের সাথে বিকিয়ে দেয়ে নিজেকে জীবন ধারন করি
উন্মত্ত কবির সাথে ছন্দ মিলিয়ে উপলব্ধির আবকাশের আকাল
তার মধ্যেই আকষ্মিক অনুপ্রবিষ্ট অতিব দানবীয় তত্ব
নিশ্ছিদ্র সুখি দাম্পতে্যর ঘনিষ্ট বেরাজালে আচ্ছন্ন
চলুক চলতে থাকুক কর্মরত শহরের জীবন যাত্রা
সুরভীত ভোরে নির্মল রক্তিম সূযের রশ্মির স্পর্ষে উৎফুল্ল পুষ্প
শীতলতা ও উষ·তার উদ্ধে কোন নিস্পাপ প্রেমিক প্রমিকার মিলন
বিরতিহীণ প্রীয় পারিপার্শিকতার বেষ্টণ
বিসর্জনের বাজনা বাজেনা কোন দূর্গা পূজোর মন্ডপে
ইদানিং একঘেঁয়ে নির্ধারিত নিয়মানুবর্তীতা হতে
যখন অতিব সংকোচে ও আরালে একাকিত্বে নেশা করি
রচনাকাল : ১৫/৭/২০১২
© কিশলয় এবং SOURAV ROY CHOUDHURY কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।