আর কিছুক্ষন তোমার কথা ভাববো। তারপর তুমি ধীরে ধীরে মিলিয়ে যাবে। যেভাবে ভোরের শিশির মিলিয়ে যায় সবুজ ঘাসে, সূর্যোদয়ের সাথে। অথবা আমি অনেক দূরে চলে যাব। যেখানে ট্রেনের লাল আলোটা ছোট হতে হতে, একসময় অদৃশ্য হয়ে যায়, সময়ের সাথে। অথবা হয়ত এসব কিছুই হবে না। জীবনটা যেমন চলছে, তেমনই চলতে থাকবে, নিয়তির হাতে। তারপর? তারপর আবার তোমার কথা ভাবতে শুরু করব। আবার কিছুক্ষন তোমার কথা ভাববো।রচনাকাল : ১৮/৮/২০১২