১
আমি ও
অন্ধের স্রোত মিথ্যের ঝিকিমিকি
দেওয়ালে পিঠ,দাঁড়িয়েছি মুখোমুখি
যেমন ব্যাঙেরা গর্তে থাকে সুখি
শুকোনো নদী চাঁদের ঠোকাঠুকি
দেখে যা সখী আজ আমিও শুখী
২
আমার ও
কঙ্কালে জড়িয়ে তাজা হিংস্রতা
পচছে চামড়া ঘৃণার পচনে
গোপন বুকের ভয় মাড়িয়ে
কেঁপে ওঠে ধড় ঝুঠা মননে
৩
একদিন
সকল তারার দল খসে পড়বে
আগুনও বিদ্রোহী জ্বালায় মরবে
একমুঠো ছাই কুষ্ঠ তে ভুগবে
বাঁধন ছাড়া গঙ্গা ও গর্জে উঠবে
ক্ষত শবদেহে বিদ্রোহ জ্বেলে
ছুটে যাবো আমি উজান ঠেলে
স্পর্ধার ভোর এনে রাত্রির শেষে
৪
আর তখন ই
ঠিক তখন ই
ইশারা ছাড়িয়ে একা ছুটবো শুধু ছুটবো
লৌকিক বেসামাল মেলাবে ধুলোর সাথে
একনিষ্ঠ ভয় আচমকা ঘনিষ্ঠ হতে চাইলে
আমি হাসবো
আমি নাচবো
শুধু একা একা
৫
দিস না কাটা ঘায়ে নুনের ছিটে
শুকোনো রক্ত ঠোঁটে লাগে মিঠে
ভিরু মশাদের দল গন্ধে ছোটে
হুল গুঁজে শুষে খায় লুটে পুটে
... আগুনের নিশ্চুপ রেখে গেছে ধ্বংসস্তুপ
---------------শান্তনু পানিগ্রাহী------
রচনাকাল : ৮/৭/২০১২
© কিশলয় এবং শান্তনু পানিগ্রাহী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।