তুমি কি ভাবো আমার অপেক্ষাকে তা জানি নে
আমি জানি দুরপথ পাড়ি দিয়ে তুমি আসবে
আমি জানি এখন তোমার ওখানে বর্ষা নয়
তবে মাঝে মাঝে মেঘ থেকে বৃষ্টি নেমে আসে
সে বৃষ্টি ফোটাদের তুমি যত্ন করে রেখো
সারা মুখে মেখে নেব তোমার আলতো ছোয়ায়
আমাদের দেখা হবে, হোক না বছর খানিক পরে
হেমন্তের কোন এক বিকেলে রইব অপেক্ষায়।
আমি জানি ভণিতা করার ছুতো তোমার নেই
আমি এও জানি তুমি সহজেই হেরে যাবে না
কিন্তু ইদানিং কিছুটা পথ হারা পথিকের মত লাগে
এমন কেন হয়? তুমি তো এমন ছিলে না কখনো!
মনে হয় কেউ জোর করছে আর তুমি আজ্ঞাবহ;
যেন রাত পেরুলেই সকালের আলোয় মুক্তি হবে,
অথচ আমার ভেতরের আমি তোমাকেই ভাবে
এখনো আপন মনে নিসর্গ পথে হেটে যাই অবেলায়
আমি হয়ে উঠি তোমার না বলা অনুভুতির টুকরো
আমি হয়ে উঠি নৈঃশব্দের স্পর্শে লেখা কবিতা
তোমার জন্য শুধু তোমাকেই ভালবেসে প্রিয়তম।
আমি জানি শব্দহীন অনুভুতি তোমায় ছুঁয়ে যায় না
তবু তোমার তরে আমার নৈবেদ্য নিবেদন থাকবে
হেমন্তের কোন এক বিকেলে দেখা হতেই পারে
অসম্ভবের সরল স্বীকারোক্তি কী আশ্চর্য, এখনো?
হুমম ঠিক তাই অভিমান লুকিয়ে থাকবো অপেক্ষায়
তোমার জন্য হেমন্তের বিকেলে, তুমি আসবে তো?
--------------------------------------
৩১শে জুলাই ২০১২
রচনাকাল : ২১/৮/২০১২
© কিশলয় এবং সৈয়দ ইউসুফ তাকি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।