একটা সাদা কাপড় পরিচিত নাম চাদর,
তৈরী সে আজ মাখতে আদর অথবা ঢাকতে কবর,
কিম্বা কুড়োতে ভিক্ষার দান
দু’টাকা চার টাকা...কারো অন্ন সংস্থান।
গড়িয়াহাটের ফুটপাথ অথবা শপিং মলে
ব্র্যান্ড ভ্যাল্যুর ফিক্সড প্রাইস অথবা সস্তা দরে
বিক্রি হচ্ছে ওরা কতই না কাজ মেটাতে।
যেমন করে বিক্রি হচ্ছে মানুষ দিনে রাতে
রঙ চড়িয়ে সং সেজে বিভিন্ন দোকানে,
কেউ কিনছে সস্তায় কেউবা বেশী দামে।
গুনছে শুধু নোট আর সে মরছে মনে মনে।
বিক্রি করে দেহ মন ক্লান্ত প্রহর গোনে,
বিনিদ্র রাতে হাতড়ে শুধু নিজেকে খুঁজে চলে।
খুঁজতে খুঁজতে ক্লান্ত শরীর আনমনে তাই বলে
বিছিয়ে দাও চাদর আমার শেষ শয্যা পরে।
রচনাকাল : ৩১/৮/২০১২
© কিশলয় এবং তন্ময় বিশ্বাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।