কে গা কাঁদে ? ছ্যাঃ পাঁকের মধ্যে শোলমাছ ধরতে ব্যাস্ত বাচ্চাটা । ওর মনে নেই, কাদা মাখলে মা বকে ! প্যাচপ্যাচে কাদায় শিশু আনন্দ। একদিন বাড়ি থেকে বেরিয়ে, যে পথ সামনে পাবে, সে এমনি ছুটবে ... অশেষ থেকে ও দুরের দিকে, সব বাদ দিয়ে হানা দেবে, 'কিচ্ছু না' -এর দিকে। কিছুই চাইনা তার, শুধু আলো । বাতাস। গাছপালা । আনন্দ । স্মৃতির করিডোরে তবু কাঁদা মাখে, পাগল কল্পনার জলছবি । আর বাস্তবে ফিরলে, মায়ের বকা খায় ।রচনাকাল : ১/৮/২০১২