তারা তারাদের সাথে কথা বলেছিল চাঁদ কে বানিয়ে ছিল মামা। তারা সূর্যের তেজ বুকে নিয়াছিল মেঘদের বলেছিল বৃষ্টি নামা। তারা পাহাড়ি নদীর পথ পাল্টেছিল মরুভূমির বুকে ফুটিয়ে দিয়াছিল সবুজ। তারা বনের পাখিদের মুক্ত করেছিল খোলা মাটে বানিয়ে দিয়েছিল গম্ভুজ। তারা পাহাড়ি গুহায় ছবি আঁকেছিল পশু মেরে করত আহার। তারা তবুও মানুষ ছিল হইনিকো জানোয়ার। আমাদের বুকে আজ আবার তাই তাহাদের দরকার।রচনাকাল : ১/১০/২০১২