জানিস ??
আমি না কখনও বৃষ্টি বিলাস করিনি,
তোর মিষ্টি হাঁসির বৃষ্টিতে ভিজব বলে।
কারো চোখের গভিরে তাকিয়ে দেখিনি,
তোর দৃষ্টিতে হারাবো বলে।
কোন গানই শ্রুতিমধুর লাগেনি,
তোর কথা অমৃত পান করব বলে।
চাঁদের আলোর সৌন্দর্য কখনও খুঁজিনি,
তোর রূপের আলোয় ভাসবো বলে।
জানিস ??
তুই যখন আমাকে আদর করে হাবলু বলিস না !
তখন আমি না ,সত্যি সত্যি হাবলু হয়ে যাই।
খুব করে বলে উঠতে মন চায়….
ধন্য আমি ধন্যরে,হাবলু তোর জন্যরে।
শুনেছি প্রেমে পড়লে মানুষ নাকি কবি হয়ে যায় !!
তাইতো তোকে নিয়ে কাব্য লিখতে বসেছিলাম
কিন্তু কি জানিস?
আমার না কোন কিছুই লিখতে ইচ্ছে করছেনা
আসলে লিখার মত কিছু খুঁজেই পাচ্ছিনা।
শুধু তোর সামনে বসে
তোর দিকে অপলক তাকিয়ে থাকতে মন চাইছে।
আমিতো তোর হাবলু,
কি লিখি তোকে নিয়ে বলত ভেদলী?
জানিস ??
আমি না একটা পদ্মপুকুর কাটব,
পুকুর ভর্তি পদ্ম ফুটে থাকবে
সানবাঁধনো ঘাট থাকবে,
ঘাটের পাশেই একটা বকুল ফুলের গাছ থাকবে,
তুই ঘাটে বসে চোখ ভর্তি আনন্দ নিয়ে
পুকুরের পানিতে ঢিল ছুঁড়বি।
সেই ঢেউগুলো আছড়ে পড়বে আমার বুকের পাঁজরে
মনটা দুলে উঠবে তোর ভালবাসায়।
পুকুরের পাড়ে তোর প্রিয়
খরগোশের বাচ্চার দৌড়াদৌড়ি দেখে
তুই মুগ্ধ হবি,হেঁসে কুটিকুটি হবি,
তোর সেই ভুবন ভোলানো হাঁসি
আমি অবাক বিস্ময়ে দেখব,তোর উচ্ছাস দেখব।
শুধুই তাকিয়ে তাকিয়ে দেখব।
জানিস??
এত্তোসব আয়োজন কিসের জন্যে?
শুধু তুই আসবি বলে।।
রচনাকাল : ৯/১১/২০১২
© কিশলয় এবং নির্জন দ্বীপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।