আবার সেই ভার জমেছে বুকে
হৃদয়ের কুঠুরিতে চাপ চাপ কথা
জমে জমে পাথর হয়ে আছে,
আনুভুতির পাঁচালিতে সে পাথর ভাঙবে না।
রক্তের খরস্রোতে তাকে টলানো যায় না।।
মস্তিস্কের ঘুপচি গলিতে
নিকোটিনের নীল ধোঁয়া দিই
মদের নেশায় ব্রম্ভান্ড টলাই
হৃদয় – ভার সব ভুলে যাই।
যখন জ্ঞান ফেরে
দেখি টলে যাওয়া ব্রম্ভান্ড স্থির,
আর
বুকের পাথর জগদ্দল হয়ে বসে আছে।।
নেশাতুর চোখে তন্দ্রা এলে
আমার স্বপ্নের রং তুলি মানবীর নগ্ন শরীরে আঁকি
ক্যানভাসে সব রঙ ফোটে না –
কালো ই জুড়ে থাকে সমস্ত পট
থেকে থেকে শুধু লাল
ওই চোখে মুখে – আর ক্যানভাসের সেন্টারে।।
আচমকা ফের ঘুম থেকে উঠি –
সব ভুলে যাই,
প্রাকৃতিক কাজ, দৈনন্দিন ছক মনে আসে সব,
যন্ত্রের মত চলতে শুরু করি।
ব্যাস্ততা সেরে বিশ্রাম পেলে
বুকের বাঁদিকে ঠিক টের পাই
থেঁতলে যাওয়া হৃদয় নিয়ে কাজ খুঁজি
আর
নিজের থেকে – পালাই পালাই।।
রচনাকাল : ৫/১০/২০১২
© কিশলয় এবং সুেখনদু মল্িলক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।