দিনশেষের ম্লান আলো মুছে যাবার আগে কত কিছু বলে যায় গোধুলির ছায়াপথে ধুসর নীলিমা সন্ধ্যার কোলে ঘুম যায়। বিনা কারণে কেন দুই চোখ জলে ভরে যায়, বেদনার সুর কেন বারে বারে নিভৃতে বেজে যায়? সাঁঝের বেলায় শ্রান্ত হয়ে পাখিরা ফেরে কুলায়, হারিয়েছি আমি ফেরার পথ, স্মৃতি শুধু ছুঁয়ে যায়। রাতের ঘন কালো আঁধারে কতো ব্যথা কেঁদে যায় রাতের সামিয়ানায় কিছু তারা নীরবে তা শুনেই যায়।রচনাকাল : ২/১১/২০১২