তুমি কি বোঝনা মা...কেন আমি এত দূরে?
সেই তুমি এসেছিলে শরৎ আকাশ আলো করে,
পাড়ার মোড়ে ম্যারাক বাঁধা কৃষ্ণচূড়া গাছের তলে!
সবুজ ঘাসে ভোরের শিশির, হাসনুহানার গন্ধ,
ছোট ছোট খুনসুটি,হাসি,মজা আর আনন্দ...
সব মিলিয়ে পূজোটা মা, কাটেনি মন্দ!
পরের বার আসলে তুমি মুখটা ভারী করে...
কত করে ডেকেছিলুম তোমায়, অষ্টমীর সকালে,
মাগো তুমি রাগ করেছিলে?...
হয়েছিল কোন দোষ?...
তাহলে কেন সবটাই সেদিন...দিলে কালি করে??...
তুমি কি বোঝনা মা...কেন আমি এত দূরে?
মাগো আমায় ক্ষমা কোর,
সাহস আমার কেমন তর,
আবার আমি চেয়েছিলাম হারিয়ে যাওয়া সেই আনন্দ!
সেই হাসি, খুনসুটি আর হাসনুহানার গন্ধ...
মাগো আমায় ক্ষমা কোর,
ভুলে গিয়েছিলাম তুমি জগত জননী...সর্ব শক্তিমান,
তোমার কাছে টেকে নাকি আমার কোন অভিমান!
যাও মা তুমি ভাল থেক,
সন্তানেরে ভুলেই থেক,
বিসর্জনের করুণ সুর আর সইবেনা এ বুকে!
..............................
তুমি কি বোঝনা মা...আজ কেন আমি এত দূরে??...
রচনাকাল : ১৮/৮/২০১২
© কিশলয় এবং Mr. Nemo কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।