আমি বেলা বোস
এটা আমার একার গল্প নয়
তখন আমার রাত গুলো সব কেটেছে
ঝিঁ ঝিঁ পোকার আওয়াজ শুনে
তুমি যে নম্বরে ফোন করেছিলে
ওটা রং নাম্বার ছিল না
আমার নম্বর
না,আমার নয় আমার বাড়ির
টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন
ফোন টা আমিই ধরেছিলাম
তুমি চাকরি পেয়েছ শুনে
আমি আনন্দে কেঁদেছিলাম
আমার উত্তেজনা তোমার চেয়ে অনেক বেশি ছিল
আমার নীরবতায় ৷
তুমি চেয়েছিলে আমার সঙ্গে সুখী হবে
আমিও তাই চেয়েছিলাম
এগারোশো টাকায় চালিয়ে নিতাম মাস
তবু........................
এ সমাজ তোমার আর্তনাদ বোঝে না
বোঝে না আমার নীরব হাহাকার
কোনো বেলা বোসের জীবন নির্ভর করে
কোনো পুরুষের সচ্ছলতায় ৷
আমি বেলা বোস পারিনি তোমার ভালোবাসার মর্যাদা দিতে
পারিনি উচ্চস্বরে বলতে
জাহান্নামে যাক সমাজ
আমি মানি না ৷
আমার পরিবার এখন সচ্ছল
চারচাকার হিসেবে ৷
আর আমি!
শান্ত পরিবেশে
তোমার দীর্ঘশ্বাস
আমার জীবন থেকে শান্তি কেড়ে নিয়েছে
আমি শান্তি হারা ৷
আমি বেলা বোস
এটা শুধু আমার একার গল্প নয়
হাজার হাজার গল্প
হাজার হাজার বেলা বোস
হাজার হাজার অলিতে গলিতে
কোনো রাতের আন্ধকারে কাঁদছে
কোনো গভীর নির্জনতায় ।
রচনাকাল : ৪/১১/২০১২
© কিশলয় এবং সত্যম বড়াল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।