চলার পথে তোমার সাথে আবার হঠাৎ দেখা!
স্মৃতির কিছু সরণি ধরে আবার তোমায় লেখা।
তুমি নাকি ব্যস্ত, কাজের মানুষ!
আমিতো এক বেকার ছেলে,
কাটাচ্ছি দিন এলেবেলে,
আমিই ওড়াই তোমায় নিয়ে মিথ্যে স্বপন ফানুশ।
এখনও তুমি একই আছো, একই সেই গড়ন
এতদিনেও বদলায়নি মায়াবী চাওয়ার ধরণ।
যদি চলার পথে আবার দেখা হয়,
চিনতে পারবে আমায়?
পড়বে মনে পুরনো দিনের কথা?
অবশ্য, তোমার কাছে ওসব তো "সময় নষ্ট অযথা"।
তুমিই তখন চেয়েছিলে যে আমায় ভুলে যেতে,
সব ভুলিয়ে নতুন এক স্বাধীন জীবন পেতে।
আমার সাথে মানিয়ে চলা ছিল খুবই শক্ত
এখন তুমি অনেক খুশি, একেবারেই মুক্ত।
এখনও মনে একটা কথা উকি মারে হায়
আমাদের সেই সম্পর্কটাকে কি 'প্রেম' বলা যায়?
যদি চলার পথে আবার দেখা হয়,
চিনবে তো আমায়?
রচনাকাল : ২৩/১১/২০১৭
© কিশলয় এবং অর্ণব দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।