কুড়িয়ে পাওয়া পাতা লেখা হবে কবিতা জায়গা পাবে কি তা? তোমাদের কাছে। জানি কুড়িয়ে পাওয়া পাতায় লেখা হোক যত গদ্য কবিতা; মুল্যহীন তত! তাই আজ পড়ে থাক লেখা থেমে থাক কলম, পড়ে থাক কুড়ানো পাতা। আমার কবিতা আমারই থাক তোমার জন্য তোলা; অতি যতনে হে কবিতার প্রাণ ও পাঠক আমার।রচনাকাল : ১৩/৮/২০১৬