রমজান
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সান্ত্বনা চ্যাটার্জী
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৫ , নভেম্বর
প্রকাশিত ১৫ টি লেখনী ২৪ টি দেশ ব্যাপী ৭৬৫৮ জন পড়েছেন।
রশিদ মিঞা রিক্সা চালায় সকাল, দুপুর রাট
তাইতে তাকের জোটে কাপড় তাইতে জোটে ভাত ।
রশিদ মিঞার ছোট্ট ছেলে রমজান তার নাম,
বায়না ধরে পড়বে সে যে করবে না এই কাম ।
রশিদ গিয়ে বললে হুজুর পড়বে আমার ছেলে,
ভর্ত্তি করে নেবে বল কত রূপয় দিলে -
হেডমাস্টার বলেন কিছু দিতে হবে নাকো,
ডোনেশনের বাক্সে শুধু হাজার খানেক রাখ ।

বই খাতা ব্যাগ নিয়ে যখন রমজান যায় স্কুলে,
গরীব বাপের সিনা তখন গর্বে ওঠে ফুলে ।
বর্ষা কালের এক দুপুরে হঠাত ভাঙ্গন ধরে,
স্কুলঘরটার একটা দেয়াল পড়ল ভেঙ্গে ঝরে ।
ছটি শিশু পড়ল চাপা,  গেল তাদের জান ;
তাদের মাঝে একটি শিশু রশিদের রমজান ।

স্তব্ধ রশিদ বসে আছে পাথর চাপা বুকে,
হেডমাস্টার হেঁকে বলেন নসীব বলে একে ।
কানা কড়ি ছিল নারে যার জীবনের দাম ,
দশটি হাজার ক্ষতি পূরণ করবে রাজ্য দান ।

রূপয় আমি চাইনা বাবু দাও ফিরিয়ে জান,
ডুকরে কাঁদে রশিদ মিঞা- আয় ফিরে রমজান ।।
রচনাকাল : ১/৪/২০১৬
© কিশলয় এবং সান্ত্বনা চ্যাটার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
সমাপ্ত



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 1  China : 15  France : 1  Germany : 4  India : 168  Russian Federat : 2  Saudi Arabia : 7  Ukraine : 19  United Kingdom : 4  
United States : 155  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 1  China : 15  France : 1  
Germany : 4  India : 168  Russian Federat : 2  Saudi Arabia : 7  
Ukraine : 19  United Kingdom : 4  United States : 155  
কবি পরিচিতি -
                          সান্তনা চ্যাটার্জী ১৯৪৭ সালের ২৬শে ফেব্রুয়ারি খড়দা শহরে জন্মগ্রহণ করেন। 
বর্তমানে তিনি একজন অবসরপ্রাপ্ত কর্মী এবং পুণে তে থাকেন। তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। 
১৯৭৮সালে কোলকাতায় ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়াতে কাজ করা কালীন তাঁর সাহিত্য চর্চা শুরু হয়। বর্তমানে নানান অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          


© কিশলয় এবং সান্ত্বনা চ্যাটার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
রমজান by Santwana Chatterjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৬২৮১৪৫
fingerprintLogin account_circleSignup