কবি : টিংকর পাল
কবি : ঋষি
কবি : শিখা চট্টোপাধ্যায়
কবি : সুমন কুমার সাহু
কবি : Suprava Dutta
চাল ফুটলে ভাত দিন ফুরালে রাত, চাল ভাজলে মুড়ি বয়স হলে বুড়ি।। ধান ভানলে খই নবদ্বীপের দই, ধানের খোসা কুঁড়ো, কাতলা মাছের মুড়ো। ধানের গাছ খড়, লাল টুকটুকে বর, পরলে পরে পাশ নইলে পরে চাষ। চাষ করলেই চাষি, এবার তবে আসি।।
Kisholoy