চাল ফুটলে ভাত
দিন ফুরালে রাত,
চাল ভাজলে মুড়ি
বয়স হলে বুড়ি।।
ধান ভানলে খই
নবদ্বীপের দই,
ধানের খোসা কুঁড়ো,
কাতলা মাছের মুড়ো।
ধানের গাছ খড়,
লাল টুকটুকে বর,
পরলে পরে পাশ
নইলে পরে চাষ।
চাষ করলেই চাষি,
এবার তবে আসি।।
রচনাকাল : ৫/৩/২০১৫
© কিশলয় এবং Suprava Dutta কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।