হাতদুটো বাঁধা থাক
সামুদ্রিক বোল্ডারে ফেলে এসো জীবন নোনা জলে।
জল গড়াচ্ছে যেদিকে ঢাল
যুগযুগান্তর অনন্ত ধারাপাত অপরিবর্তনশীল।
চোখের আলোয় নোনা হাওয়া
মানুষ বড় কাঁদছে এখানে।
কেটে নিয়ে যাচ্ছে হৃদপিন্ড দৈনন্দিন ক্যানভাসে
মস্তিষ্কের নিউরনে ছড়ানো ভাইরাসে।
ঘাস খাক সভ্যতা প্রেমের নামে যৌবনের দিন
কিংবা শরীরে যত্নে লাগানো থাক প্রেমিক তকমা।
অন্ধকারে চুমুচাট্টি শহরের পবিত্র কোনে
ঝলছে উঠছে তলোয়ার বারংবার।
হাত বাঁধা থাক আগত যৌবনের কামার্ত মিডিয়ার ঝংকারে
হাত বাঁধা বার্ধক্যের বাকিটুকু কাটানোর কামনায়।
সময় কেটে যাচ্ছে ,যেমন কাটছে দিন
মধ্যবিত্ত দিন গুনছে খিদের সকালে দুগ্ধবতী মায়ের।
শিশু দিন গুনছে আগামীর স্বপ্নে দেখা নতুন ভোরের
তবু হাত বাঁধা থাক আমাদের নিজস্ব সম্বলে।
হাত দুটো বাঁধা থাক
সামুদ্রিক প্রবল ঝড়ে বোল্ডারে আছড়ে পড়া ঢেউ।
আঁচড়াচ্ছে কেউ বুকের ভিতরে
ঢুকে যাচ্ছে নখ সভ্যতার জঙ্গলে টেরাকোটা চিতা।
আর রক্তে ভাসছে মানুষের দিন
মানুষ বড় কাঁদছে এখানে।
রচনাকাল : ২/৪/২০১৫
© কিশলয় এবং ঋষি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।