এই যে মি. মনখারাপ,
হ্যালো..., হ্যাঁ আপনাকেই বলছি
এতো কি ভাবছেন বলুনতো মশাই ?
কালরাতের কথা ভুলতে পারছেন না তাইতো ?
দেখুন,আজকাল এতো কিছু ভাববার সময় কই বলুন ?
শুনুন মশাই,
ভাল যদি থাকতেই চান তবে
মাথা থেকে ঝেড়ে ফেলুন ওসব ।
এই নিন ধরুন,
চুমুক দিয়েই দেখুননা
নিমেশেই সব খাল্লাশ ।
নিন ধরুনতো ।
আচ্ছা কি হয়েছে বলুনতো ?
কেনইবা খামাখা জোড় করতে গেলেন বেচারিকে ?
সবসময়তো মন সবকিছুতে সাপোর্ট দেয়না মশাই ।
ফলটা কি হল ?
কষ্ট পেলেন তো ?
তাছাড়া এত্তসব ঝামেলায় আছে বেচারি,
আবার শরীরটাও ভাল ছিলনা,
আপনি খামাখা...
এই যাহ্ ,অমন করে কি দেখছেন ?
কিছুই বুঝতে পারছেন না তাইতো ?
ভাবছেন কি করে জানলাম আপনার ঘরের কথা ?
দেখুন, আমি সব জানি মশাই ।
অনর্থক চাপ নিবেন না ।
ও আমাকে কোন কিছুই গোপন করেনা ।
বোঝেনই তো ,একে মেয়ে মানুষ,তার উপর আবার অভিমানী ।
সবকিছু চেপে রাখলেতো গ্যাস্ট্রিক হয়ে যাবে ।
কি হল মশাই ?
শেষ করুন , শেষ করুন ।
আর শুনুন,জোর করে সব হয়না মশাই ।
সবকিছুর একটা সময় আছে না ?
এবার তাহলে উঠি মশাই,
আমার আবার অনেক কাজ জমে আছে।
তবে যাবার আগে পরিচয় টা বলে যাই,
আপনার কৌতুহলের নাম,
অরক্ষিত অনুভূতি ।।
ভাল থাকবেন মশাই,
আবার হয়ত কখনো দেখা হবে ।।
নির্জন দ্বীপ
২৮/০৫/২০১৩
পড়ন্ত বিকেল @ল্যাব
রচনাকাল : ৩০/৫/২০১৩
© কিশলয় এবং নির্জন দ্বীপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।