অনেকক্ষণ ধরে একটা কবিতা লেখার চেষ্টা করছি কিন্তু লেখা আর আসে না ছন্দ ধরা দেয়না একঘেয়ে জীবনের একঘেয়ে মেনু কার্ড নিয়ে বেয়ারা সাজতে সাজতে আমি বড় ক্লান্ত তবু অক্লান্ত আমার কান শুধু প্রতীক্ষায় থাকে একটা ডাকের “ওয়েটার...” কোন এক অজ্ঞাত আবেশে জুড়ে দি উচ্ছিষ্ট আমার দু’চার কথা শুধু আবেগের সাজ পরে তারাও হয়ে ওঠে ছন্দহীন সেরা দুঃখিত কবিতারচনাকাল : ২৬/৫/২০১৩