জানালার বাইরে আজ আকুল বরিষণ
শ্রাবণের ধারা ভিজিয়ে যায় ফেঁকাসে সে মুখ...
রক্ত শূন্য, ক্লিষ্ট, জরাজীর্ণ সেই বেদনা বিভুর অবয়ব
আজ আকাশের ঘনঘটার মাঝে খুঁজে বেড়ায় এক চিমটে রক্তিম আভা!
কিন্তু, হায় আকাশ ও আজ বাধ সেধেছে...
জানালার এপারেও যে আজ আকুল বরিষণ!
সন্মান আজ ধূলুন্ঠিত, অন্তরাত্মা আজ মৃত, অস্তিত্ব বিপন্ন...
নিঃসঙ্গ সর্বহারা পথিক...আজ পথেই হারিয়েছে পথ,
স্বপ্ন গুলো ছুতে চাওয়া হাত আজ অসাড়!
হাজার মানুষের ভিড়ে মিশেও, সে শুধু খুঁজে বেড়ায় রাত্রির নিঃসঙ্গতা,
যখন সুপ্ত আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন গুলো ঝরে পড়ে বারি ধারার মত সেই রাতজাগা চোখে!
শরীর শিহরিত হয়, মন ডুকরে কেঁদে ওঠে...
ভেতর থেকে একে একে ক্ষয়ে যায় অঙ্গপ্রত্যঙ্গ...
কেউ তা জানতেই পারেনা!
সে যে নিরুপায়, প্রতিজ্ঞার বন্ধনে আবদ্ধ!
কিন্তু মনের সেই সুপ্ত আশার কিরণ সে নিভতে দেয়না,
জীর্ণ হৃদয়ের পঞ্জরে আগলে রাখে সর্ব শক্তি দিয়ে,
শ্রাবণের ধারা আর বাধ মানেনা,
বিনিদ্র নির্বাক চোখ রোজই যে স্বপ্ন দেখে...
যদি কোন এক ভোরে ‘সে’ এসে দাঁড়ায় জানালার কাছে...
আর দিয়ে যায়......ভালবাসার পরশ!!!
১১।০৭।১২
রচনাকাল : ১১/৭/২০১২
© কিশলয় এবং Mr. Nemo কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।