তোমার একফোঁটা মাতৃদুগ্ধ মুখে দিয়ে
বেঁচে থাকার স্বাধীনতা দিয়েছ মোরে,
কোলেই পেয়েছি বেঁচে থাকার মূলমন্ত্র,
কেমণে ভুলি তোমার মাতৃদুগ্ধ আর নিজেরে ।।
আর পারছি না মা-
এই দানের জীবন নিয়ে পথ চলতে...
শুধুই কাঁটা এক এক করে বিঁধছে...
তোমার দেওয়া নিষ্পাপ মন...
ভেতরটা দিন দিন চৌচির হচ্ছে...
জ্বলছে ভেতর কিন্তু পারছি না একবার ও বলতে।।
আজ এই ক্ষণে তিল তিল করে দগ্ধ
দেহ মন খানি রেখেছি তোমার স্মরণে...
তোমার চরণ স্পর্শে পেলে ধন্য দুর্বিষহ এই প্রাণ......
জন্ম স্বাধীনতা পেয়েছি তোমার কোলে
মৃত্যুর স্বাধীনতা নিতে চাই তোমার পদতলে।
রচনাকাল : ৯/১১/২০১১
© কিশলয় এবং শান্তনু পানিগ্রাহী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।