একটা ঘুড়ি উড়ছিল আকাশে...একেবারে সাদামাটা ।
ছিলনা তার মধ্যে কোন চোখ ধাঁধানো রঙের জৌলুস---
যা ছিল...তা হল অফুরন্ত প্রাণশক্তি
আর সীমানাটাকে পেড়িয়ে যাবার স্বপ্ন
আর ছিল নাম না জানা এক অদ্ভুত টান,
যা তাকে বেঁধে রেখেছিল নিজের খুব কাছাকাছি
ঘুড়িটা উড়ছিল...
কখনো একদম মাথা বরাবর স্থিরভাবে,
কখনো আবার গোঁত খেয়ে ছুটে যেতে চাইছিল
...বোধহয় কারও কাছে
হ্যাঁ...ঠিক তাই
ওইতো দেখা যায় কাগজের একটি আসমানি ঘুড়ি।
বেশ দেখতে।
তার আকর্ষণ এড়িয়ে যায়...কার সাধ্যি।
পারেনি সেও...
প্রথমে খুব ভয় করছিল,
বাঁধা আসছিল সেই একমাত্র টান থেকেও...
এমনকি সে ভুলেই গিয়েছিল তার সীমানা পেরোবার কথা,
ভুলে গিয়েছিল তার সাধ্য...
আর কি...যা হয় তাই
ঘুড়িটা এখনও উড়ছে...
তবে নেই তাতে আর কোন টান
কোথায় তার সীমানা পেড়িয়ে যাবার লড়াই ?
কোথায় তার অফুরন্ত প্রাণশক্তি ?
সে যে নিচে নেমে চলেছে ক্রমাগত কোনও এক অসহায় বেচারার মতো
ভাসছে, ভাসছে আর...আকাশে বিলিয়ে দিচ্ছে তার যত স্বপ্ন---সব
কখনো কখনো মনে হয়,
আমিও কি...
নাহ----------ভাবতেও ভয় লাগে।
রচনাকাল : ১১/৫/২০১২
© কিশলয় এবং পথিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।