৩ রা জুনের শুভ প্রভাতে তোমার জন্মদিন, এক বছর পার করেও তোমার গুরুত্ব হয়নি ক্ষীণ । নতুন লেখক লেখিকাকে , তুমি দেখাও দিশা , তোমার তরে গর্ব মম, মোদের বাংলা ভাষা । তোমার দ্বারা বাংলা লেখনী ছড়াল বিশ্বমাঝে , তোমার জন্য গর্ব করা সব বাঙ্গালীর সাজে । দেশে দেশে হোক যেন তোমার ভাবনা , শত হোক তব আয়ু , এ-মোর বাসনা । কিশলয় মানে কচিপাতা, মনে জাগায় আশা , তোমার তরে সব বাঙ্গালীর রইল ভালবাসা ।রচনাকাল : ৩/৬/২০১২